October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
ট্রাক চাপায় নিহত আনসার আলীর পরিবারের পাসে দাঁড়ালেন সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন।।

ট্রাক চাপায় নিহত আনসার আলীর পরিবারের পাসে দাঁড়ালেন সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন।।

সাতক্ষীরা শহরে সড়ক দূ্ঘটনায় নিহত আনসার আলীর বাড়ি সমবেদনা জানাতে গেলেন সদর উপজেলার বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ও সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান ।

মঙ্গল বার রাত ১০ টার দিকে শহরের খড়িবিলা এলাকায় আনসার আলীর বাড়ি যান ইউএনও দেবাশীষ চৌধুরী । এসময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের অপ্রত্যাশিত ফান্ড থেকে নিহতের পরিবার কে ১০ হাজার টাকা সহযোগীতা করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান ,সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু,ইটাগাছা ফাড়ির আইসি আব্দুল হালিম প্রমূখ।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটে শহরের মোজাহার পেট্রোল পাম্পের সামনে মজুমদার ফিলিং স্টেশনের তেল বাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়।এসময় ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তি খড়িবিলা একালার রজব আলী সরদারের ছেলে আনসার আলী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com