July 27, 2024, 12:58 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ট্রাফিক পুলিশের পক্ষে বৈধ কাগজপত্রধারী চালকদের ফুল ও চকলেট প্রদান

ট্রাফিক পুলিশের পক্ষে বৈধ কাগজপত্রধারী চালকদের ফুল ও চকলেট প্রদান

Hasan Imam : হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পরুন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শহরের মোড়ে মোড়ে এক ব্যেতিক্রমী কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। শনিবার বিকাল ৪.৩০মিনিটে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে ট্রাফিক সার্জেণ্ট মামুনুর রহমানের নেতৃত্বে অবৈধ মটরযানের উপর এই অভিযান পরিচালনা করেন। এই সময় তারা জনাধারণকে মটরযানের প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে ধারণা প্রদান করেন। সাথে সাথে সবাইকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করেন দায়িত্বরত ট্রাফিক পুলিশবৃন্দ। যে সব যানবাহনের সঠিক কাগজপত্র নেই তাদের উপর ট্রাফিক আইনে মামলা প্রদান করা হয়। এই বিষয়ে জানতে চাইলে সার্জেণ্ট মামুনুর রহমান জানান, সকাল থেকে মামলা দিয়েছি মাত্র ১০টি আর ফুল দিয়েছি অন্তত ৩৪ জনকে। জানতে চাইলে জেলা ট্রাফিক পুলিশের টিআই কামরুল হাসান বলেন, আমরা সবসময় জনসাধারণের জন্য কাজ করি। কোথাও কোন দুর্ঘটনা হলে সবার আগে ট্রাফিক ব্যবস্থার দিকে আঙ্গুল উঠে। কিন্তু আমি বিশ^াস কারি জনসাধারণ সবাই যদি ট্রাফিক আইন মেনে চলে তাহলে ট্রাফিক দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে। আর জনসাধারণকে ট্রফিক আইন মানতে উৎসাহিত করাতে আমরা এই ব্যেতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com