February 11, 2025, 5:44 am
ডেপুটি কমিশনার (ডিসি) সম্মেলন আগামী ৫ থেকে ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এবার এ সম্মেলন ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে সোমবার (৭ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ অন্যরা কীভাবে এ সম্মেলনে যোগ দেবেন, তা এখনও ঠিক হয়নি।
প্রতিবছর জুলাই মাসে এ সম্মেলন হয়ে থাকে। করোনার কারণে কয়েক মাস পিছিয়ে জানুয়ারিতে হচ্ছে। এ সম্মেলনে দেশের ৬৪ জেলার ডিসিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকরা।
Comments are closed.