আজ সকাল ১০.৩০ টায় সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউটের হলরুমে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কার্যক্রমের অংশবিশেষ ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মসূচির আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কাউন্সিলর মো: শফিকুল আলম বাবু, শেখ শফিক উদ দৌলা, জ্যোৎস্না আরা, ফারহাদীবা খান সাথী। এ ছাড়া নবজীবন ইনস্টিটিউট ও নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধিজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, আমরা আত্মপ্রচারে নিয়োজিত না থেকে ডেঙ্গু প্রতিরোধে আন্তরিকতার সাথে কাজ করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এ দেশের সর্বস্তরের জনসাধারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে। আমরা বীরের জাতি, ৩০ লক্ষ লোকের আত্মত্যাগের এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ পেয়েছি। তাই এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে আমরা সমন্বিতভাবে কাজ করলে প্রতিরোধ করা সম্ভব হবে।