February 17, 2025, 2:16 pm
ঢাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় যশোরে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব যশোরের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন,প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আমাদের সহপাটিরা হারিয়ে যাচ্ছে। এটা দুঘৃটনা নয়, এটা পরিকল্পিত। এসকল হত্যার বিচার করতে হবে। এরই সাথে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে হবে। এসময় বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসুধন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আহমেদ শাহিন, শেখ হাসান ইমাম, সিটি কলেজের শিক্ষার্থী শাওন ইসলাম সবুজ ও বিসিএমসি কলেজের শিক্ষার্থী নিয়াজ মাহমুদ শিশির। এছাড়া আরো উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর গুলিস্তানে বুধবার বেলা ১১টায় ডিএসসিসি ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি কলেজের মানবিক শাখার ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।
Comments are closed.