December 10, 2024, 5:57 am
Hasan Imam: দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ৯৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সৌরভে, গৌরবে ও ঐতিহ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়” সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, সাতক্ষীরার আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ।
সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর আমানউল্ল্যা আল হাদী, কলারোয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম আনোয়ারুজ্জামান মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, জীবন বীমা কর্পোরেশনের সাতক্ষীরা ইনচার্জ শেখ রেফাজুর রহমান বিমান, সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক কাজী আসাদ চপল।
Comments are closed.