January 15, 2025, 11:40 am
নিজেস্ব প্রতিবেদনঃ সাতক্ষীরা মানুষের আস্থার প্রতীক তিনি। সাতক্ষীরা আজকের রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রযাত্রায় তাঁর অবদান অনস্বীকার্য। সাতক্ষীরার রাজনৈতিক ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক তিনি। স্বাভাবিকভাবেই, বলার অপেক্ষা রাখে না, তাঁকে ঘিরেই সুন্দর আগামীর স্বপ্ন দেখে সাতক্ষীরা বাসী। আজ পেছন ফিরে তাকালে দেখতে পাই, সাতক্ষীরা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে তার রাজনৈতির নৈতিকতা জনক্যলাণের ব্রত সাধনার মন্ত্রে নতুন দীক্ষা নিয়ে তিনি সকল শ্রেনীর মানুষের ভালবাসা আর আস্তা অর্জন করেছিলেন। তাঁর আত্মার আত্মীয় সাতক্ষীরার মানুষ তাকে দলের পক্ষে মনোনীত প্রার্থী হিসাবে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে, উপজেলার উন্নয়নের লক্ষে সাতক্ষীরা জনগন হার্দিক উষ্ণতায় তাঁকে বরণ করে নিয়েছিল। তার প্রতিদানে আজ আকাশ ভাঙ্গা বৃষ্টির মধ্যে তিনি জনগনকে সাথে নিয়ে চলেন। নিজেকে উজাড় করে দিয়ে তিনি আজ সাতক্ষীরাবাসীর মুক্তির মূর্ত প্রতীক। সাতক্ষীরার মানুষের কল্যাণে নিজেকে নিবেদন করে তিনি পায়ে পায়ে মাড়িয়েছেন পথের পাথর। ফলে কোনকিছুই তাঁর চলার পথ রুদ্ধ করতে পারেনি। তিনি সদর উপজেলা চেয়ারম্যান হিসাবে প্রথমবারের মতো নির্বাচিত হন। উপজেলার অতিথে ব্যর্থতার গ্লানি মুছে মানুষকে দেখালেন উন্নয়নের পথে কিভাবে চলতে হয়। আজ সাতক্ষীরার মানুষের আশা, ভরসা ও বিশ্বাসের কেন্দ্রে তিনি। আগামী জাতিয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২আসনের দলীয় মননোয়ন প্রার্থী হিসাবে সাতক্ষীরার জনগন প্রানের দাবি বলে মনে করে, আজ তাঁর সৎ ও ন্যায়পরায়ণ নিষ্ঠার সাথে জনকল্যানে দায়িত্ব পালন করায়,তাঁকে আমাদের প্রণতি জানাই। দীর্ঘায়ু হোন তিনি। তাঁর হাত ধরে এগিয়ে যাক সাতক্ষীরা।
Comments are closed.