March 12, 2025, 4:17 am
তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপ্রস্তাব ও হামলার ঘটনা ঘটেছে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় এজাহার করেছেন ভুক্তভোগী সুফিয়া খাতুন। অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে সুফিয়া সুলতানা (২৫) ফারজানা ক্লিনিকে ডাঃ শায়লা ফারজানার সহকারী হিসেবে কাজ করেন। ২০১৮ সালে একই গ্রামের কফিল উদ্দীনের ছেলে শাহিনুর (৩৫) এর সাথে বিবাহ হয়। কিন্তু যৌতুকের দাবীর কারণে ২ মাসের মধ্যে সুফিয়া সুলতানাকে তালাক দেয়। এরপর থেকেই বিভিন্ন সময়ে কুপ্রস্তাব ও উত্যক্ত করতে থাকে। গত ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুফিয়া সুলতানা ক্লিনিক থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথিমধ্যে কুপ্রস্তাব দেয়। তাৎক্ষণিক সুফিয়ার চিৎকারে স্থানীয়দের উপস্থিতিতে শাহিনুর দ্রুত পালিয়ে যায়। পরের দিন সকাল সাড়ে ১০টার দিকে শাহিনুর, আল মামুন, আব্দুস সালাম, মিজানুর, সবুরা, মমতাজ, নাছিমা সংঘবদ্ধভাবে সুফিয়ার উপর হামলা করে। এসময় সুফিয়া সুলতার গলায় থাকা স্বর্নের চেইন এবং কানের দুল ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।
Comments are closed.