এস এম হাসান আলী বাচ্চু:তালায় ৭শ’ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন তালা সদর ইউনিয়নের আগলঝাড়া গ্রামের আবু সাঈদ বিশ্বাসের পুত্র জুয়েল বিশ্বাস(৩০), রহিমাবাদ গ্রামের অব্বাস মোল্লার পুত্র হোসেন মোল্লা (২৪), আশাশুনি থানার বড়দল ইউনিয়নের ফকরাবদ গ্রামের লতিফ গাজীর পুত্র হাফিজুর রহমান গাজী (৩৫)। মঙ্গলবার দুপুরে তালা উপজেলার সদর ইউনিয়নের আগলঝাড়া গ্রামের আবু সাঈদ বিশ্বাসের পুত্র জুয়েল বিশ্বাসের নীজ বাড়ীর থেকে ৭শ পিস ইয়াবা এবং দুই পুরিয়া গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জমাদীসহ তাদের গ্রেপ্তার করে তালা থানা পুলিশ।থানাসূত্রে জানাযায়, গোপনা সংবাদের ভিত্তিতে জাতপুর ক্যাম্পইনচার্জ এসআই সাইদুর রহমান, এএসআই আলাউদ্দীনসহ সঙ্গীয় ফোর্স এদিন দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। এসময় জাতপুর ক্যাম্প ইনচার্জ বলেন, এদের ভিতরে জুয়েল ও হোসেন মোল্লা নামের ছেলে দুটি অত্র এলাকার মাদক স¤্রাট নামে পরিচিত। এর মধ্যে জুয়েল নামের ছেলেটি মাদক চোরাচালানীর কাজে, সংকার, জুয়েল, মুখো ও পারভেজ এই চারটি নামে পরিচিত। তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করেছে।