December 26, 2024, 4:39 pm
এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালায় “ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা” প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি সংস্থাউন্নয়ন প্রচেষ্টার উদ্দ্যোগে সচেতনতামূলক সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল(গতকাল) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় “কৈশোর
কর্মসূচী”র আওতায় উপজেলায় ডেঙ্গু সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন অভিযানের জন্য ভিন্ন
ধর্মী এই সাইকেল র্যালির আয়োজন করা হয়। র্যালিতে সংস্থার কিশোর ক্লাব, কিশোরী ক্লাবএবং স্কুল ফোরামের কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।র্যালিটি উপ-শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।র্যালি শেষে এরশাদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃইকবাল হোসেন, উন্নয়ন প্রচেষ্টা পরিচালন ইয়াকুল আলী, প্রোগ্রাম অফিসার শাহনেওয়াজ কবির (শাওন), ঋণ সমন্বয়কারী গোলাম আজম, প্রধান হিসাব রক্ষক প্রবোধ সরকার , ফারুক
হোসেন প্রমুখ।
Comments are closed.