January 15, 2025, 8:43 am
এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালায় “সকলের জন্য উন্নত স্যানটিশেন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এবং “সকলরে হাত, পরচ্ছিন্ন থাক” প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় স্যানটিশেন মাস অক্টোবর-২০১৯ ও বিশ্বহাত ধোয়া দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে গতকাল(সোমবার) তালা উপজলো প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে তালা উপজলো চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি, হাতধোয়া র্কাযক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল মজিদ মোল্যা, তালা উপজেলা সেনেট্যারী ইন্সপেক্টর শরীফ মোঃ আব্দুল মতিন,তালা জামে মসজিদের পেশ ঈমান তাওহিদুর ইসলাম,ব্যাকের ওয়াশের উপজেলা ম্যানেজার জাহাঙ্গীর হোসেন,কর্মসূচী সংগঠক রফিকুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধদিপ্তরের কাজী আব্দুল্লাহ আবু সায়াদ হীরক,আবু তাহের মিজবা সহশিক্ষক,শিক্ষার্থীরা,সাংবাদিক,এনজিও প্রতিনিধি প্রমুখ।
Comments are closed.