October 6, 2024, 11:54 pm
এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি:তালা উপজেলা সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ এর অফিসেরসামনে ট্রাকের চাপায় প্রভাষক জাহানারা খাতুন (৪০) নিহত হয়েছে।ঘটনাটিঘটেছে সকাল ১১টর দিকে ।স্থানীয়রা জানান, নিহত জাহানারা খাতুন পাটকেলঘাটা হারুন-অর রশিদ কলেজেরবায়োলজি বিভাগের প্রভাষক ও উপজেলার নওয়াপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনেরস্ত্রী জাহানার খাতুন ভ্যানয়োগে কলেজের যাওয়ার পথে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎঅফিসের সামনে পৌছালে পিছন দিক থেকে মজুমদারের ফিলিং ষ্টেশনের তেলেরট্রাকে চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।পাটকেলঘটা থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল ইসলাম রেজা মৃত্যুরবিষয়টি নিশ্চিত করে বলেন ট্রাকসহ ট্রাকের ড্রাইভার নজরুল ইসলামকেগ্রেফতার করা হয়েছে । গাড়িটির নাম্বার যশোর ট-১১-৩৬৮১।
Comments are closed.