July 27, 2024, 2:49 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
তালায় ডেঙ্গু রোগ মহামারী আকার ধারন,২ জনের মৃত্যু

তালায় ডেঙ্গু রোগ মহামারী আকার ধারন,২ জনের মৃত্যু

এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি:তালায় ডেঙ্গু রোগ এখন মহামারী আকার ধারন করেছে । প্রায় শতাধিক রোগীসনাক্ত ও ২জনের মৃত্যু হয়েছে বলে সুত্রে জানা গেছে ।জানাযায়,সারা দেশে যখন ডেঙ্গু(এডিস মশার কামড়) নিয়ন্ত্রনে আসতে শুরো করেছে ঠিক তখন তালা উপজেলায় বিশেষ করে তালা সদর ও খলিলনগর,জলালপুরইউনিয়নে ডেঙ্গু রোগ এখন মারাতœক আকারে ধারন করছে । তবে তালা উপজেলা নির্বাহী অফিসার মো:ইকবাল হোসেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী রাসেল সহ ইউপি চেয়ারম্যানদ্বয় ডেঙ্গু নিয়ে বিভিন্ন অভিযান,সচেতনা মুলক প্রচার ,ও জেল জরিমানা প্রদান করে চলছেন ।তালা হাসপাতালালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ জানান, তালা হাসপাতালে এ পর্যন্ত ২০৫ জনকে পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে ৩০ জনকেপজেটিভ হিসাবে সনাক্ত করা হয়, এবং ৪ জনকে তালা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকীরা সাতক্ষীরা-খুলনা সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে। সেটা কতজন তিনি বলতে রাাজি হননি ।তবে অন্য সুত্রে জানা গেছে তালায় প্রায় ১০০(একশত)বেশি রোগী সনাক্ত হয়েছেন ।প্রকাশ,ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তালা সদর গ্রামের সরুদ্দিন শেখের ছেলে তানভীর হোসেন শেখ(২৫) গত সোমবার মৃত্যুবরন করেন ও খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামের মৃত গোবিন্দ কর্মকারের ছেলে প্রশান্ত ঘোষ (৪২) গত বৃহ:বার মৃত্যুবরন করেছেন ।সাতক্ষীরা সদর হাসপাতেলে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২০-২৫ জন রোগী ।কথা হয় উপজেলার আটারই গ্রামের রেজাউল ইসলাম(২০) এর সাথে । তিনি জানান আমি সহ এখানে প্রায় ১২ আনা রোগী তালার । তালায় ডেঙ্গু রোগের কোন প্রকার চিকিৎসার সুব্যবস্থা না থাকায় অধিকাং রোগী সাতক্ষীরায় ভর্তি হচ্ছে । এলাকাবাসীর দাবি অতিদ্রুত যদি এই ডেঙ্গু রোগের উন্নত চিকিৎসা বা কিট তালা হাসপাতালে না প্রেরন করা হয় তাহলে আরও নিষ্পাপ প্রাণ অকাতরে ঝরে
যেতে পারে ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com