S M Hasan Bacchu : তালা পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার সন্ধায় উপজেলার তালা সদর ইউনিয়নের জেয়ালা নিকারী পাড়ায় এ ঘটনা ঘটেছে। সে জেয়ালা গ্রামের ফারুক নিকারীর পুত্র আল-মামুন(৩)।স্থানীয় আক্তার নিকারী বলেন, সোমবার সন্ধায় ছেলেটি বাড়ীর পাশে পানি ভর্তি এক খানায় পড়ে যায়। বহু খোজা খোজির পর তাকে খানা থেকে তুলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।এব্যাপারে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িতে থাক চিকিৎসক রজীব সরদার বলেন, রোগীটি হাসপাতালে আনার কমপক্ষে ৩০ মিনিট আগে মারা যায়।