January 15, 2025, 6:56 am
প্রেস বিজ্ঞপ্তি: তালায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এডভ্যান্সিং সাস্টেইনেবল ইন্ডিজেনাস এগ্রো-ইকোলজিক্যাল লাইভলিহুড (এশিয়া-লাইভলিহুড) প্রকল্পের সদস্যদের নিয়ে পাখিমারা বিলের টিআরএম প্রকল্প পরিদর্শন করা হয়। বুধবার এ সময় প্রকল্পের সদস্যদের আধুনিক পদ্ধতিতে জৈব উপায়ে উচ্চ মূল্যের ফল ও সবজি চাষের উপকারিতার উপর আলোচনা এবং ইসলামকাটি ইউনিয়নের নাংলা ও উথালী গ্রামের নির্বাচিত সদস্যদের পাইলটিং প্রকল্প পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, এশিয়া লাইভলিহুড প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার ইমরুল কবির এবং প্রকল্পের ইসলামকাটি ও তেঁতুলিয়া ইউনিয়নের সদস্যবৃন্দ।
এ সময় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমের উপকারিতা এবং এর প্রভাবে উক্ত দুই ইউনিয়নের মানুষের কৃষিক্ষেত্রে যে উন্নয়ন সাধিত হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া টিআরএম বাস্তবায়নে উত্তরণের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। ইসলামকাটি এবং তেঁতুলিয়া ইউনিয়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এশিয়া প্রকল্প কৃষি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করা হয়।
Comments are closed.