February 5, 2025, 10:55 am
এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালায় পুলিশের রাত্রিকালীন অভিযানে ১জন সিআর মামলার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ । থানা সুত্রে জানাযায়,থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার কানাইদিয়া গ্রামের সরদার আব্দুর রাজ্জাক ছেলে সি,আর,মামলা নং-১৩/১৮ এর আসামী সরদার বাবলু, গোপন সংবাদের ভিত্তিতে রথখোলা বাজার হইতে গ্রেফতার করা হয়
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি)মেহেদী রাসেল জানান গ্রেফতারকৃত
আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
Comments are closed.