তালায় উপজেলা প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীদের মাঝে পরিচয়পত্র ও নিবন্ধন কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার তালা উপজেলা প্রতিবন্ধী স্কুলে হলরুমে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডেশনে ও তালা উপজেলা প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক আশিষ কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক চন্দনা দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গ কল্যাণ সংস্থা, কেশবপুরের নির্বাহী পরিচালক শ্যামুয়েল মন্ডল, তেরছী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শহিদুল ইসলাম, তালা উপজেলা প্রতিবন্ধী স্কুলের সহ-সভাপতি এম আতাউর রহমান এলিট।
বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক আফরোজা মুনমুন, সুদেব কুমার দাস,মাহফুজা খানম, মো. আলী হোসেন, মো. রফিকুল ইসলাম, নয়ন কুমার সরকার, মমতা রানী দাস, নাসরিন নাহার, অনুপ গোলদার, হিসাব রক্ষক রেজাউল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে স্কুলের সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র ও নিবন্ধন কার্ড বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ