October 3, 2024, 10:38 pm
এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালায় হিন্দু ধর্মালাম্বীদের প্রধান উৎসব কেন্দ্র দূর্গা পূজা মন্ডপ গুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা সামনে রেখে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কররা। কাশ,আগামী ৪ অক্টোবার শুরো হবে হিন্দু ধর্মালাম্বীদের প্রধান উৎসব দূর্গা পূজা । তাই খড়,কাদাঁ মাটি ও বাঁশের সাহায্যে তাদের নিজেস্ব শৈল্পীক সৌন্দর্যে নিখুত হাতের ছোয়া দিয়ে চেষ্টায় ব্যাস্ত সময় পার করছেন উপজেলার সকল ভাস্কররা।সরজমিনে, এবার তালা উপজেলায় ১৮৫টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে । উপজেলার ২টি থানার ১২টি ইউনিয়নে মধ্যে ধানদিয়া ইউনিয়নে ১৭টি,নগরঘাটা ইউনিয়নে ০৯টি,সরুলিয়া ইউনিয়নে ১০টি,কুমিরা ইউনিয়নে ১৩টি,খলিষখালী ইউনিয়নে ২০টি,তেঁতুলিয়া ইউনিয়নে ০৮টি,তালা সদর ইউনিয়নে ২২টি,ইসলামকাটি ইউনিয়নে ২০টি,মাগুরা ইউনিয়নে ১০টি,খলিলনগরইউনিয়নে ২০টি,খেরশা ইউনিয়নে ১৪টি ও জালালপুর ইউনিয়নে ১৩টি সর্বমোট প্রায় ২শত টি পূজা মন্ডপ প্রতিমা তৈরীর কাজ চলছে । আর এসব মন্ডপের প্রতিমা তৈরিতে সৌন্দর্য,চাকাচিক্য,ভিন্নতা মধ্য দিয়ে সর্বাধিক প্রশংসারঅধিকার লাভ করার জন্য উপজেলার প্রতিটি মন্ডপে চলছে প্রতিযোগিতা। এবার দেবী দূর্গার দেবীলক্ষী,সরস্বতী,গনেশ,অসুর,মহিষ,কার্তিক,সিংহের মৃন্ময়সহ তৈরী হচ্ছে বিভিন্ন প্রতিমার মূর্তি তৈরিতে আনা হচ্ছে আধুনিকতার চমক। এবার দেবী দূর্গার আগমন বিদায় নিয়েনিয়ে কোন কোন মন্ডপে দেবী প্রতিকী ঘটনা সহ পৌরাণিক কাহিনী কে নানা আদলে ফুটিয়ে তুলার চেষ্টা চলছে। তালা বাজারের ভাস্কর জানান,-প্রতিমা তৈরি করা প্রায় শেষের দিকে এখন রং তুলির নিখুঁত আচঁড়েফুটিয়ে তুলা হবে প্রকৃত রুপ তুলা হবে নাক,কান,চোখ,মূখ ইত্যাদি দিয়ে। এরপর শুরু হবে পোষাক পরিচ্ছদ পরিদানের মাধ্যমে আরো আকর্শনীর করার কাজ।তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ঘোষ সনৎ কুমার জানান,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রতিবারের মত এবারও প্রশাসনের সর্বাতœক সাহায্য ও সহযোগীতা পাওয়ার আশাবাদ বক্ত করছি। আমরা আমাদের প্রধান এই উৎসবের আনন্দ ধর্ম,বর্ন নির্বিশেষে সবার সাথে ভাগ করতে চাই। সরকারী ভাবে যে অনুদান আসে টা অতিদ্রুতই মন্ডপ কমিটির কাছে পৌছে দেওয়া হবে । তালা থানার অফিসা ইনচার্জ মেহেদী রাসেল ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা জানান,দূর্গা পূজায় আইনশৃংখলা রক্ষায় আমাদের পক্ষ থেকে সর্বাতœক চেষ্ট করা হবে। কোন প্রকার বিশৃঙ্খলা যাহাতে করতে না পারে তার জন্য পুলিশ সদস্য,আনসার ভিডিপি সহ গোয়েন্দা পুলিশের কঠোর নজর থাকবে । আইন,শৃংখলা রক্ষা বিশৃঙ্খলকারীদের কঠোর হাতে ধমন করা হবে সে যেই হউক।
Comments are closed.