October 31, 2024, 3:13 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
তালায় বঙ্গবন্ধু গোল্ডকাপ(অনুর্ধ্ব-১৭) টুনামেন্টে তালাসদর চাম্পিয়ান

তালায় বঙ্গবন্ধু গোল্ডকাপ(অনুর্ধ্ব-১৭) টুনামেন্টে তালাসদর চাম্পিয়ান

এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি:তালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনালখেলা অনৃুষ্ঠিত হয়েছে ।গতকাল বিকালে তালা সরকারী মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে খেলাটিতে উপজেলানির্বাহী অফিসার মো: ইকবাল হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিতছিলেন এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ এমপি।জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনতালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনি মোহনমন্ডল, মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)খন্দকার রবিউল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, মহিলা ভাইসচেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, জেলা আওয়ামী লীগের উপ-প্রচাার সম্পাদক প্রভাষক প্রণবঘোষ বাবলু, অধ্যক্ষ বিধান সাধু, সাংবাদিক আব্দুর জব্বারসহ ইউপি চেয়ারম্যানদ্বয় ।স্বাগতবক্তব্য রাখেন খেলা উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ এনামুল ইসলাম।খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মীর হারুন-অর রশিদ পুকার ও সহ রেফারীর দায়িত্ব পালন করেন শেখহাবিবুর রহমান ও মীর কাইউম ইসলাম ডাবু। ধারভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক শেখ মোঃজাহাঙ্গীর।খেলায় তালা সদর ইউনিয়ন৪-১ গোলের ব্যবধানে তেতুলিয়া ইউনিয়ন একাদশকে হারিয়েচাম্পিয়ান হন । খেলাটি শত শত দর্শক উপভোগ করেন ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com