October 12, 2024, 3:10 pm
এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি:
তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) খেলার
শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল(বুধবার) বিকালে তালা সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল
টুর্নাামেন্ট খেলায় তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে বেলুন
উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন ।
জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকিরের পরিচলানায় বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ
কুমার,তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনি মোহন মন্ডল,তালা থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী
রাসেল,অধ্যক্ষ এনামুল ইসলাম,আ:লীগ নেতা প্রভাষক প্রণব ঘোষ বাবলু,ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,
চেয়ারম্যান সাংবাদিক মোজাফফার রহমান প্রমুখ । রেফারির দায়িত্ব পালন করতেন বিশিষ্ট ক্রীড়াবিদ মীর হারুন অর-
রশিদ পুকার,সহ-রেফারী মীর কাউয়ুম ইসলাম ডাবলু,শেখ হাবিবুল ইসলাম হাবিব । খেলাটিতে খলিষখালী ও জালালপুর
ইউনিয়নের মধ্যেকর খেলায় খলিষখালী ইউনিয়ন ২-১ গোলে বিজয়ী হন ।
Comments are closed.