October 31, 2024, 3:12 am
এস এম হাসান আলী বাচ্চুঃ শুক্রুবার ভোর রাত ৩ টার দিকে তালার এক মৎস ঘের বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েক লক্ষ টাকার মাছ মারা যায়। উপজেলার তেতুলিয়া ইউনিয়ানের হাতবাস গ্রামের সিদ্দিকুর রহমানের চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করে এ ক্ষতি সাধন করা হয়। এতে প্রায় ১০/১৫ লাখ টাকা গলদা চিংড়ি মাছ মরে গেছে বলে ঘের মালিক জানিয়েছে।ঘের মালিক দৈনিক পত্রদূতকে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে তাঁর ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। তবে কে বা করা করছে তা এখনো নিশ্চিত করতে পারেনি সে।তালা থানার ওসি মেহেদি রাসেল দৈনিক পত্রদূতকে বলেন ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থানে এএসআই জামিরুল ইসলামকে পাঠিয়ে ছিলাম। তবে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Comments are closed.