September 13, 2024, 2:35 am
এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালা উপজেলায় অভিযান চালিয়ে ১টি তক্ষক সহ ৫(পাঁচ) জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। গতকাল (সোমবার) সকালে র্যাবের সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার শামীম সরকারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের মোকসেদপুর গ্রামে অভিযানচালিয়ে ১টি তক্ষক সহ ওই গ্রামের উজ্জ্বল দাস (৩৩), দেবহাটার টিকেট গ্রামের মমিন মোল্লা (৪৪), সাতক্ষীরা সদরের শ্রীরামপুর গ্রামের খায়রুজ্জামান (২৮), তালার মেশার ডাঙ্গীর সুরঞ্জন বৈরাগী (৩৯) ও চোমর খালীর ইদ্রিস আলীকে (৪৭) গ্রেফতার করে র্যাব সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের ঝুড়িতে জাল দিয়ে জড়ানো একটি তক্ষকটি উদ্ধার করে। চোরাকারবারীদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা,ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
Comments are closed.