October 31, 2024, 3:12 am
এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি:তালায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৪ দলীয় নক আউট ফুটবলটুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।গতকাল শনিবার বিকালে তালা সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে শেখ রাসেলজাতীয় শিশু কিশোর পরিষদ এর উপজেলা সভাপতি ও জেলা পরিষদ সদস্যসাংবাদিক মীর জাকির হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলামখেলায়বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মীর হারুন অররশিদ পুকার ,তালা সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল জব্বারসরদার,সাধারণ সম্পাদক আকর হোসেন, মীর কাইয়ুম ইসলাম ডাবলু প্রমুখ।রেফারির দায়িত্ব পালন করেন ক্রীড়াবিদ শেখ হাবিবুর রহমান হাবিব। ভাষ্যকারছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর হাসান।খেলায় তালাসদর গ্রাম ২-০ গোলে খাজরা গ্রামকে পরাজিত করে। খেলা অতিথিদ্বয়রাবিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন
Comments are closed.