January 2, 2025, 10:51 pm
বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি:তালার সাবেক ব্যাংক কর্মকর্তা কাজী নজরুল ইসলাম পিরু (৬২) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহী ওয়া………. রাজিউন)। তিনি রবিবার রাত১১:১৫ মিনিটে ঢাকার মহাখালী মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে চিকিসাৎধীন অবস্থায় মৃত্যু বরন করেনপারিবাবিরক সূত্রে জানাযায়, প্রায় ৬ মাস আগে তিনি মিনি স্ট্রোক করেন। এরপর তিনি নিউরোলজিষ্ট ডাঃ আব্দুল হালিম এর তত্ত্বাবধায়নেচিকিৎসাধীন ছিলেন। ৩ মাস চিকিৎসার পর আবারও মেরুদন্ডের হাড়ের সমস্যায় ভুগছিলেন। পরে অপারেশনের জন্য তাকে ঢাকা মেট্রোপলিটনমেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। আপারেশনের সাত দিন পর রবিবার রাত সাড়ে ১১ টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।মৃত্যুঅন্তে তিনি স্ত্রী ও চার ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। সোমবার তাকে উপজেলার নিজ গ্রাম তেঁতুলিয়ায়জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন হয় সম্পন্ন করা হয় ।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে ।
Comments are closed.