February 5, 2025, 5:53 pm
একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এক কাঠ ব্যবসায়ী। পিতা, ছেলে ও একই পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়েছেন তিনি। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। ঘটনাটি সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামে। বাদির বাড়ি সদর উপজেলা গোবিন্দকাঠি গ্রামে। ভাড়াটিয়া হিসেবে বসাবস করেন মোহনপুর গ্রামে।
সদর উপজেলা তুজলপুর কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান, নবনির্বাচিত ইউপি সদস্য শরিফুল ইসলাম, তুজলপুর বাজার জামে মসজিদের আমির হোসেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সেলিম হোসেনসহ স্থানীয়রা জানান, বাদি আব্দুল মান্নান একজন মামলাবাজ। মিথ্যা ঘটনার গল্প তৈরি করে তুজলপুর পিতা আমান উল্লাহ, ছেলে চলতি বছর এসএসসি পরীক্ষার্থী মেহের হাসান, পিতা ভ্যান চালক আব্দুল মাজেদ ও তার ছেলে রিপন, তার মামাতো ভাই ইমদাদুল ও ভ্যান চালক শামিমকে বিবাদি করে মিথ্যাচার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মামলা দিয়েছে আদালতে। মামলা নং সিআর, ৬৭৮, তারিখ ১-১১-২০২১। আমাদের জানামতে এ ধরনের কোন ঘটনা এলাকায় ঘটেনি। এর আগে ওই মান্নান আরো কয়েকটি মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে। মান্নান একজন মাদকসেবী। তার ছেলেরাও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মিথ্যা মামলাকারিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকার সাধারণ মানুষের। একই সাথে মিথ্যা মামলা দেওয়ায় সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
Comments are closed.