দক্ষিণ কৈখালী প্রাইমারি স্কুলে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
- Update Time :
Wednesday, July 17, 2019
-
141 দেখা হয়েছে
(শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১৪০নং দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে মেঝে ভরাটে বালু না দিয়ে মৎস্যঘেরের পলিমাটি দিয়ে ভরাট করা হয়েছে। স্থানীয়রা জানান, কৈখালী ইউনিয়ন লোনা এলাকা হওয়ায় কোন পাঁকাঘর দীর্ঘস্থায়ী হয় না। আর যদি বালু না দিয়ে লোনা মাটির পলি দিয়ে মেঝে ভরাট করে তা হলে বছর ঘুরতে না ঘুরতেই নষ্ট হয়ে যায়। এ বিষয়ে ঠিকাদার নুরুল হক মোল্য¬া বলেন, মাটি ছাড়া কি দেবো, দেড় ফুট বালু দেওয়ার কথা, সেখানে আমি ৬ ফুট বালু দিয়েছি। তবে স্কুলে গিয়ে দেখা গেছে মৎস্যঘের থেকে বালু ও মাটি মিশ্রণ লোনা পলি মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এদিকে প্রধান শিক্ষক আফছার আলী বলেন, আমি কিছু জানি না। সভাপতি জানেন। প্রতিষ্ঠানের সভাপতি রুহুল আমিনের সাথে এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসির্ভ করেননি। এ বিষয়ে নিয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মানিক হোসেন বলেন, আমরা ফ্লোরের চাপ পরীক্ষা করে তারপর ঢালাই দেবো। তারপরও আমি দেখছি বিষয়টি।