January 15, 2025, 4:28 am
সাতক্ষীরা ভোমরা সড়কের মাহমুদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১২ বছর বয়সী জুবায়ের নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।বৃহস্পতিবার বিকালে মাহমুদপুর বাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে ভোমরা বন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাক জুবায়েরের পিছন থেকে ধাক্কা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই জুবায়েরের মৃত্যু হয়।নিহত জুবাইয়ের হোসেন সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মোঃ রেজাউল ইসলাম এর ছেলে ও বাকাল মাদ্রাসার ছষ্ট শ্রেণীর ছাত্র।মাহমুদপুর গ্রামবাসীর অভিযোগ সাতক্ষীরা ভোমরা সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পথচলতি মানুষ প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছেন ছোট-বড় দুর্ঘটনার। দুর্ঘটনায় অনেকের জীবন না গেলেও হয়েছেন পঙ্গু। এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন পাকা রাস্তার ধার দিয়ে হেঁটে চলার কোন পথ নেই। পাকা সড়কের গা ঘেষেই নির্মাণ হয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। তারা প্রশাসনের কাছে প্রশ্ন রেখে বলেন, আমরা আর কত এ সড়কে জীবন ঝরে যেতে দেখব?
Comments are closed.