December 26, 2024, 3:37 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
দুর্নীতিবাজরা সম্পদ লুকিয়ে রাখার জায়গা পাবে না: ডিআইজি ড. মহিদ।

দুর্নীতিবাজরা সম্পদ লুকিয়ে রাখার জায়গা পাবে না: ডিআইজি ড. মহিদ।

সাতক্ষীরা প্রতিনিধি: খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন বলেছেন, এতদিন যারা দুর্নীতি-অনিয়মের মাধ্যমে লুটপাটে ব্যস্ত ছিলেন, যারা দুর্নীতির টাকায় এখানে জমি-ওখানে ফ্ল্যাট, গাড়ি, এফডিআর করেছেন, সময় এসেছে তারা এসব সম্পদ লুকিয়ে রাখার জায়গা পাবেন না। বাংলাদেশে এখন সুশাসনের সুবাতাস বইতে শুরু করেছে। বাংলাদেশে সেই প্রযুক্তি আসছে যখন একটি মাত্র হাতের আঙুলের ছাপ দিয়ে মুহূর্তের মধ্যে আপনার সম্পর্কে সকল তথ্য জানা যাবে। আপনার কবে কোথায়, কি সম্পদ হয়েছে তাও জানা যাবে। কোনো কিছুই লুকিয়ে রাখতে পারবেন না, সবাইকে জবাবদিহিতা করতে হবে।
সোমবার রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্সে সাতক্ষীরা প্রেসক্লাব, মেহেরপুর প্রেসক্লাব, জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়বৃন্দের সম্মানে জেলা পুলিশ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ড. মহিদ তার বক্তব্যে বলেন, চুরি-ছিনতাইয়ের সাথে জড়িতদের চেয়ে বড় অপরাধী দুর্নীতিবাজরা। চুরি-ছিনতাইয়ের টাকা তবু দেশে খরচ হয় কিন্তু বড় বড় দুর্নীতিবাজরা দেশের সম্পদ লুটের টাকা বিদেশে পাচার করে। আমরা এতদিন দেখেছি অবৈধ অর্থ দিয়ে বাড়ি-গাড়ি-জমি কেনার প্রতিযোগিতা, এখন দেখবো অবৈধ অর্থ লুকানোর প্রতিযোগিতা, ফেলে দেয়ার প্রতিযোগিতা। দেশে যে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে এবং কেউ অনিয়ম করে ছাড় পাবেন না।তিনি আরও বলেন, দিনের শেষে আমরা যখন আমাদের সন্তানকে, স্ত্রীকে আলিঙ্গন করি তখন যেনো আমাদের সন্তান-স্ত্রী অনুভব করে যে, তারা একজন সৎ, দায়িত্বশীল মানুষের সাথে আলিঙ্গন করছে। তিনি পুলিশের মধ্যে যারা অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংবাদিকদের সাহসের সাথে লেখার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের মধ্যে এখন বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে। সাংবাদিকদেরও পেশাগত সততা বজায় রাখা দরকার।এ সময় অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ।সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে ও নৈশভোজের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com