October 31, 2024, 3:13 am
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির টাকায় চাকচিক্য থাকলেও সম্মান পাওয়া যায় না। তিনি বলেন, এ টাকা দিয়ে হয়তো জৌলুস বাড়াতে পারে, চাকচিক্য বাড়াতে পারে; আন্তর্জাতিক বড় বড় ব্রান্ডের জিনিস পরাতে পারে। কিন্তু তাতে সম্মান পাওয়া যায় না।শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৭ম কংগ্রেস উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, আমাদের সকলকে এ কথাটাই মনে রাখতে হবে- ভোগে নয়, ত্যাগই মহত্ব। ভোগে নয়, ত্যাগেই সুখ। কতটুকু মানুষের জন্য করতে পারলাম, সেটাই হবে একজন রাজনীতিবিদের চিন্তা।তিনি আরও বলেন, আমাদের যুব সমাজকে আমরা সেভাবেই গড়ে তুলতে চাই। মাদক সন্ত্রাস দুর্নীতি এগুলো থেকে দূরে থাকতে হবে। নিজে কি পেয়েছি কি পেলাম এই চিন্তা না করে, সাধারণ মানুষের জন্য কতোটুকু করতে পারলাম এই চিন্তা থেকে যারা রাজনীতি করে তারাই সফল হতে পারে।
Comments are closed.