March 12, 2025, 4:38 am
অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। গ্রেপ্তারকালে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও ১শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, নওয়াপাড়া গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে ফেনসিডিল ব্যবসায়ী কামরুল শেখ (৩৫), গড়িয়াডাঙ্গা গ্রামের লক্ষী দাসের ছেলে গাঁজা ব্যবসায়ী স্বপন দাস (৪০) ও শ্যামনগর থানার সিআর ১০৭/১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আতাপুরের সুবিদ আলীর ছেলে আনিছুর রহমান। দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান, শোভন দাশ ও শফিকুল ইসলাম ও এএসআই আব্দুর রহিম পৃথক এ অভিযান পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে দুই মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত অপর আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।
Comments are closed.