July 26, 2024, 11:31 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
দেবহাটায় রাইট-টু-গ্রো প্রকল্পের স্কুল-বেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

দেবহাটায় রাইট-টু-গ্রো প্রকল্পের স্কুল-বেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

দেবহাটায় রাইট টু গ্ৰো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কিশোর এবং কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল-বেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৯ মে সকাল ১০ টায় টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। রাইট টু গ্ৰো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার তার দিক নির্দেশনামূলক আলোচনায় বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোর- কিশোরীদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং এ ব্যাপারে কিশোরীদের মাঝে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কিশোর-কিশোরীরা কি করে নিজের বয়ঃসন্ধিকালীন পরিচর্যা করবে এ ব্যাপারে তাদের মতামত গ্রহণ করে তাদেরকে সে বিষয়ে দিকনির্দেশনা দেন এবং সেসময় অভিভাবকগণ কি করে সহযোগিতা করবে সে ব্যাপারে তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে সেসময় তারা কি করে বাবা মার সাথে এবিষয়ে আলোচনা করবে সে বিষয়ে তাদেরকে মানসিকভাবে কাউন্সিলিং করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জি, সহকারী শিক্ষক নির্মলা রানী, সিএসও ফিরোজ আলম, অভিভাবক সদস্য সাংবাদিক মেহেদী হাসান কাজল, রাইট টু গ্রো প্রজেক্টের সাইফুল ইসলামসহ স্কুলের ছাত্র- ছাত্রীবৃন্দ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com