October 3, 2024, 11:14 pm
দেবহাটার টিকেটে সৎ সঙ্গ শাখার উদ্যোগে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২তম শুভাবির্ভাব তিথি মহা-মহোৎসব তালনবমী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে টিকেট ঐতিহ্যবাহী বন্ধু মহলের ব্যবস্থাপনায় টিকেট সৎ সঙ্গ শাখা কেন্দ্র থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন মন্দির ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অজয় কুমার মন্ডলের বাস ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভাবির্ভাব বিষয়ে আলোচনা সভায় অজয় কুমার মন্ডলের সভাপতিত্বে ও টিকেট সৎ সঙ্গ শাখার সম্পাদক মোহন্ত কুমারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা এস.পি.আর সম্পাদক গৌতম ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য জোটের সভাপতি অধ্যাপক চন্দ্র কান্ত মল্লিক, ইউপি সদস্য ভরত চন্দ্র মন্ডল, মাধব চন্দ্র গাইন।
Comments are closed.