দেবহাটা: দেবহাটার পারুলিয়ায় বৃষ্টি কামনায় এস্তেস্কার নামাজ আদায় করেছে মুসল্লীরা। বুধবার সকাল ১০টায় দক্ষিণ পারুলিয়া বাইতুন নুর জামে মসজিদ সংলগ্ন মাঠে প্রচন্ড রোদ উপেক্ষা করে নিজেদের গুনাহ মাফ করে দিতে ও রহমতের বৃষ্টির জন্য এস্তেস্কার নামাজ আদায় করেন। নামাজ পরিচালনা করেন হাফেজ ফজলুল হক আমিনী। এসময় পারুরিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। দুপুরের পরে নামে প্রশান্তির বৃষ্টি। শীতল হয় পরিবেশ।