ডেস্ক: সাতক্ষীরার দেবহাটা উপজেলার হিরেরচক চিংড়ি ঘেরে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছেন বলে পুলিশ ধারণা করছে। নিহতরা হলেন মো. নুরুল হক (৫৫) ও রাধাপদ (৫০)। তারা ছিলেন ওই ঘেরের শ্রমিক।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। ওসি বলেন তাদের দেহে পোড়া পোড়া দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে ঘেরের বৈদ্যুতিক তারে ষ্পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে তাদের। ময়না তদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।