দেবহাটা প্রতিনিধি: দেবহাটার মাটীকুমরায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে খলিলুর রহমান মোড়ল নামের এক ব্যাক্তির মালিকানাধীন জমি দখল রাতারাতি জোরপুর্বক দখল করে নিয়েছে প্রতিপক্ষরা। ভুক্তভোগী খলিলুর রহমান ওরফে খলিল মোড়ল উপজেলার মাটীকুমরা গ্রামের মৃত তকিম মোড়লের ছেলে। তিনি জানান, বিগত বছর মাটীকুমরা গ্রামের মৃত উজির মোড়লের ছেলে শাহাজুদ্দীন মোড়লের কাছ থেকে মাটীকুমরা মৌজার ১৭২ ও ১৯৪ খতিয়ানের হাল ১২৬ দাগের ২ শতক জমি ১৫২৩ নং দলিল মুলে খরিদ সুত্রে মালিকানা ও ভোগ দখলে রয়েছেন। পরবর্তীতে ওই জমিটি একাধিকবার জোরপুর্বক দখল করে নেয়ার প্রচেষ্টা চালাতে থাকে একই এলাকার মৃত করিম মোড়লের ছেলে আব্দুর রহিম সহ তার পরিবারের লোকজন। বিষয়টি নিয়ে একাধিক বার গ্রাম্য শালিস সহ সিভিল আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি চলমান অবস্থায় জমির মালিক খলিল মোড়লের দখল বজায় রেখে এবং অপর পক্ষকে গোলযোগ না করে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারা জারি করে আদালত। কিন্তু শনিবার আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ আব্দুর রহিম লোকজন নিয়ে রাতারাতি খলিল মোড়লের জমিটি জোরপুর্বক বেড়া দিয়ে দখল করে নেয়। এঘটনায় আদালত সহ দেবহাটা থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী জমির মালিক খলিল মোড়লের পরিবার।