January 15, 2025, 5:29 am
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়াতে আদালতের নির্দেশনা উপেক্ষাকরে সিরাজ সরদার (৬০) নামের এক ব্যাক্তি কতৃক বিবাদপুর্ন জমিতেস্থাপনা নির্মানকালে অন্যান্য অংশীদারদের উপস্থিতিতে উত্তেজনাকরপরিস্থিতির একপর্যায়ে নির্মান কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। শনিবারসকাল থেকে আদালতের নির্দেশনা উপেক্ষা করে কুলিয়া সোনালী ব্যাংকসংলঘœ বিবাদপুর্ন জমিতে নির্মান কাজ করছিলেন মৃত জমাত আলীসরদারের ছেলে সিরাজ সরদার। পরে দু’পক্ষের মধ্যকার গোলযোগপুর্নপরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির খবর পেয়ে দেবহাটা থানা পুলিশের সদস্যরাঘটনাস্থলে পৌছে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিচারাধীন মামলা নিষ্পত্তি নাহওয়া পর্যন্ত নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। উল্লেখ্য যে, সিরাজসরদার তার পিতা জামাত আলী সরদার ও নিঃসন্তান চাচা মোবারক সরদারেররেখে যাওয়া ভিটাবাড়ী সহ মোট সম্পত্তি থেকে সুকৌশলে নিজেরভোগদখলে অধিক সম্পত্তি রেখে আপন অন্য ছয় ভাইবোন রেজাউল ইসলাম,নজরুল ইসলাম, জিয়ারুল ইসলাম, মনিরুল ইসলাম, খায়রুননেছা ওমেহেরুননেছাকে তাদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত করে আসছিলেন।এঘটনায় তাদের দু’পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।বিচারকার্য চলমান মামলার মধ্য থেকে গত ৬ আগষ্ট ২০১৯ তারিখে পি-১০১৫/১৯ মামলায় ১৪৪/১৪৫ ধারা জারি সহ বিবাদপুর্ন জমিতে স্থাপনানির্মানে নিষেধাজ্ঞা এবং দেবহাটা থানার অফিসার
ইনচার্জকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
Comments are closed.