দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর উদ্যোগে এবং গাজী সার্জিক্যাল ক্লিনিকের সহযোগীতায় শুক্রবার দিনব্যাপী গরীব ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গাজী সার্জিক্যাল ক্লিনিকের সখিপুর মোড়স্থ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্যা রেহানা ইসলাম, গাজী সার্জিক্যাল ক্লিনিকের পরিচালক ফারুক হোসেন ও আশার আলোর সমন্বয়কারী ফজলুল হক। উক্ত মেডিকেল ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস পিজিটি (মেডিসিন) ডাঃ মোঃ এমদাদুল হক নিলয় ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এম.বি .বি.এস (আর ইউ), ডিএমইউ ডাঃ ফতেমা-তুজ্জ যোহরা দিনব্যাপী মোট ১২০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন।