December 26, 2024, 3:33 pm
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকার জনসাধারনের বাড়ীতে বাড়ীতে গিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছেন। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন দেবহাটা উপজেলার সখিপুর দেবহাটা সদর ইউনিয়নের বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি বাড়ির আঙিনাসহ আশেপাশের বিভিন্ন স্থান পরিদর্শন করে সখর প্রকারের ময়লা আবর্জনা ফেলে দিয়ে সকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সকলকে আহবান জানান। সকাল থেকে দেবহাটা ও সখিপুর ইউনিয়নের জনসাধারনের বাড়ী বাড়ী গিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও মানুষকে সচেতন হওয়ার আহবান জানান ইউএনও সাজিয়া আফরীন। এসময় তিনি ডেঙ্গু ভয়াবহতা সম্পর্কে সকলকে সতর্ক করে দেন।
Comments are closed.