দেবহাটায় ইমাম হোসাইন (রা.) এর চল্লিশা উপলক্ষে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর দেড়টায় পারুলিয়াস্থ মসজিদ আল-মোস্তফা (স.)’র আয়োজনে দোয়া অনুষ্ঠান শেষে একটি শোক মিছিল দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে বের হয়ে পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদ চত্তরে এসে শেষ হয়। দোয়া অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস বাদশা। এসময় উপস্থিথিত ছিলেন কাদিয়ানি সম্প্রদায়ের অন্যতম নেতা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলি মোর্তজা মো. আনারুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, শ্রমিক নেতা আয়ুব হোসেন, আব্দুল লতিফ, সাজ্জাদ আলী, হাজী মোশারাফ আলী খান, পেশ ইমাম আব্দুস সেলিম প্রমূখ।