January 15, 2025, 6:51 am
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন ইনহেল্ডার প্রকল্পের উদ্যোক্তা ও
উৎপাদক দলের সাথে আর্থিক যোগানদানকারি প্রতিষ্ঠানের কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা বিআরডিবি
মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইনহেল্ডার প্রকল্পের আয়োজনে
কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় ইনহেল্ডার প্রকল্পের প্রোগ্রাম
অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে
বক্তব্য রাখেন দেবহাটা কৃষি ব্যাংকের কর্মকর্তা জিএম নুর মোহাম্মাদ,
দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, ভারপ্রাপ্ত যুব
উন্নয়ন কর্মকর্তা কুতুব উদ্দীন, টাউনশ্রীপুর পল্লী সমিতির সুফিয়া
খাতুন, বিআরডিবি কর্মকর্তা রকিবুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি
পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের ইনহেল্ডার প্রকল্পের প্রোগ্রাম অফিসার পল
হাজরা। এসময় কৃষক গ্রুপের পক্ষে দেবহাটা কৃষক দলে মোবারক হোসেন,
হতদরিদ্র পরিবারের পক্ষ থেকে পারুলিয়ার নাজমা খাতুন বক্তব্য রাখেন। বক্তব্যে
কৃষি ব্যাংকের পক্ষ থেকে কৃষকদের মাত্র ৯% সুদে দুই লক্ষ টাকা হারে কৃষি
ঋন দেয়ার বিষয়টি কৃষকদের জানানো হয়। কর্মশালাটির সার্বিক
তত্বাবধায়নে ছিলেন মোস্তফা কামাল, ইমরান হোসেন ও রাকিব হাসান।
Comments are closed.