October 31, 2024, 3:13 am
দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের জন্মদিন পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পারুলিয়াস্থ উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের জন্মদিন পালন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দরা। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, সাইফুর রহমান সুমনের পিতা ব্যবসায়ী শামছুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়জুল্লাহ, সাধারন সম্পাদক ইফতি, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহরম ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments are closed.