October 31, 2024, 3:13 am
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়াতে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে
মরিপিটের ঘটনায় বৃদ্ধসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৯
নভেম্বর) উপজেলার কুলিয়া গাজীপাড়া এলাকায় মারপিটের ঘটনাটি ঘটে।
মারপিটে আহতরা হলেন, কুলিয়া গাজীপাড়া গ্রামের মৃত ইমাম গাজীর ছেলে
গোলাম সাত্তার (৭০), তার স্ত্রী ছফুরা বেগম, ছেলে মফিজুল ইসলাম ও মেয়ে রাবিয়া
খাতুন। বর্তমানে আহতরা সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন রয়েছেন। আহতের পরিবার সুত্রে জানা গেছে, পৈত্রিক সুত্রে প্রাপ্ত
বসত ভিটার ৮ শতক জমির একটি চলাচলের পথ নিয়ে বৃদ্ধ গোলাম সাত্তার ও তার ভাইওয়াহেদ আলী গাজীর পরিবারের মধ্যে দীর্ঘদিন গোলযোগ চলে আসছে। মঙ্গলবার
বিকাল সাড়ে ৩টার দিকে গোলাম সাত্তারের জমির মধ্যকার পথটি ওয়াহেদ আলী
গাজী, তার স্ত্রী চায়না বেগম এবং দুই ছেলে শরিফুল ও আমিনুর, ভাইপো আজগার
লোকজন নিয়ে দখলে নেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে বৃদ্ধ গোলাম
সাত্তার, স্ত্রী ছফুরা বেগম, ছেলে মফিজুল ও মেয়ে রাবিয়াকে বেধড়ক মারপিট করে
প্রতিপক্ষরা। একপর্যায়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করেন। এঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ
Comments are closed.