January 15, 2025, 12:46 pm
র্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবহাটাতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে দিবসটি পালিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ পরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় কন্যা শিশু দিবসের কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠান শেষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা ও মুজিববর্ষ ২০২০ উপলক্ষে সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগীতা ‘বঙ্গবন্ধুকে জানো,বাংলাদেশকে চেনো’ অনুষ্ঠিত হয়।
Comments are closed.