December 26, 2024, 11:32 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
দেবহাটায় দুটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন

দেবহাটায় দুটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন

দেবহাটার পারুলিয়া ও ঘলঘলিয়াতে নব-নির্মিত দু’টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।রবিবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় প্রথমে দেবহাটার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে নির্মিত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং পরবর্তীতে সদর ইউনিয়নের ঘলঘলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নির্মিত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী নির্মিত সকল বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র একযোগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধন পরবর্তী দেবহাটার দুটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নেতৃবৃন্দরা। এসময় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমান, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সরদার, জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম,প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমুখ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com