সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটাতে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার পারুলিয়াস্থ নতুন গরুহাট অভিমুখে অফিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম। দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যার সভাপতিত্বে ও সাংবাদিক রাজু আহমেদের সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের সহ-সম্পাদক ওমর ফারুক, মফস্বল সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বার্তা সম্পাদক আদম শফিউল্লাহ, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য কাজী শওকাত হোসেন ময়না প্রমুখ উপস্থিত ছিলেন।