July 27, 2024, 12:52 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
দেবহাটায় নানা কর্মসুচীর মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত

দেবহাটায় নানা কর্মসুচীর মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত

দেবহাটায় শোক র‌্যালী, তাজিয়া মিছিল, নফল রোজা, নামাজ, জিকির-আসকারের মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ পবিত্র আশুরা পালিত হয়েছে। শোকাবহ দিনটি উদযাপনে মঙ্গলবার দুপুর ৩টায় দেবহাটার পারুলিয়া ইমামবাড়ী মসজিদ থেকে আহলে বাইত (আ:) এর ভক্তবৃন্দের আয়োজনে হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হওয়ার শোকাবহ ঘটনার স্মরণে শোক র‌্যালী ও তাজিয়া মিছিল বের হয়। ইমামবাড়ী জামে মসজিদের পেশ ইমাম শেখ আলী মোস্তাক আহমেদের নেতৃত্বে এসময় শোক র‌্যালী ও তাজিয়া মিছিলটিতে পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, মোনতাজুর রহমান ময়না, মনিরুজ্জামান কেল্টুসহ স্থানীয় মুসল্লীরা অংশগ্রহণ করেন। পবিত্র আশুরার কর্মসুচী থেকে মুসল্লীরা বলেন, শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসাইনের (রা.) আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। এছাড়াও দেবহাটা সদরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের নেতৃত্বে একইভাবে পবিত্র আশুরা পালিত হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com