October 31, 2024, 3:12 am
নাজমুল হাসানঃ ‘ঘরে ঘরে এন, এল, আই’ ‘জনে জনে
এন, এল, আই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৩৫
বছরের পথ চলা ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি
লিমিটেড। বৃহস্পতিবার সকাল ১০ টায় দেবহাটা
উপজেলার শুশীলগাঁতি গ্রামে দেবহাটা ৫৩৪৪ নম্বর
ব্লোক অফিসের আয়োজনে মেয়াদ উত্তীর্ণের চেক
প্রদান করা হয়েছে। এ বিষয়ে ন্যাশনাল লাইফ
ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেক প্রাপ্তি
গ্রাহক মোসলেমা খাতুন (৫০) বলেন, আমি বিগত
২০০৯ সালে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি
লিমিটেড এর কাছে একটি ২০৭ টাকার পলিসি
খুলি। আজ আমার অভাবের সংসারে ১০ বছর পূরণ হওয়ায়
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড
আমার বাড়িতে এসে নগদ বোনাস ও লাভ সহ ৪০,০০০
হাজার টাকার চেক প্রদান করে । এসময় উপস্থিত
ছিলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি
লিমিটেড সাতক্ষীরা জেলা অফিস ও দেবহাটা ৫৩৪৪ নং
ব্লোকের কর্মকর্তা কবিরুল ইসলাম, মনজুর আলম,
সাংবাদিক নাজমুল হাসান প্রমুখ।
Comments are closed.