September 9, 2024, 12:17 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
দেবহাটায় পুলিশ-বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিল গাঁজা উদ্ধার, আটক ২

দেবহাটায় পুলিশ-বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিল গাঁজা উদ্ধার, আটক ২

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশ ও বিজিবি’র পৃথক অভিযানে ৫২ বোতল ফেন্সিডিল ও ১শ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। অভিযানকালে গাঁজা সহ ওবায়দুল ইসলাম (৩১) এবং মোহাম্মাদ আলী (৪০) নামের দুজনকে পুলিশ গ্রেফতার করলেও, ফেন্সিডিল চোরাচালানের সাথে জড়িতদের আটক করতে পারেনি বিজিবি। আটককৃত ওবায়দুল ইসলাম দেবহাটার জগন্নাথ পুরের রুহুল আমিনের ছেলে এবং মোহাম্মাদ আলী একই গ্রামের মানিক গাজীর ছেলে। রবিবার রাত ৯ টার দিকে দেবহাটা থানার এএসআই মাজেদুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা গাজীরহাট এলাকায় মাদক বিরোধী অভিযান
চালিয়ে ১’শ গ্রাম গাঁজা সহ তাদেরকে আটক করে। এদিকে রাতে উপজেলার বসন্তপুর এলাকায় দেবহাটা ক্যাম্পের নায়েব সুবেদার ইব্রাহিম মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা। এঘটনায় পুলিশ ও বিজিবি’র পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দেবহাটা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com