March 20, 2025, 12:44 pm
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় দিবস দুটি উপলক্ষে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এবং ‘সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথক র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার সহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments are closed.