July 26, 2024, 11:47 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
দেবহাটায় রাতের আঁধারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ

দেবহাটায় রাতের আঁধারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ

দেবহাটার পারুলিয়াতে সরকারি ছুটির দিন শুক্রবার রাতের আঁধারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে রুহুল আমিন নামের এক ব্যবসায়ী ও তার সাঙ্গপাঙ্গরা। অভিযুক্ত রুহুল আমিন পারুলিয়া সেড মসজিদ সংলঘœ ‘ঘড়ি ঘর’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক। শুক্রবার সরকারি ছুটির দিনকে বেছে নিয়ে রাতের আঁধারে প্রশাসনের চোখে ধুলো দিয়ে অভিনব কায়দায় পারুলিয়া ইছামতি সিনেমো হল সড়কের রাজ্জাক ভ্যারাইটি স্টোরের সামনে সরকারি জমিতে কংক্রিটের অবৈধ স্থাপনা নির্মাণ করে চলেছে সে। শুক্রবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রাত ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০-১৫ জন শ্রমিক আর মিক্সার মেশিন নিয়ে তড়িঘড়ি করে সরকারি জমিতে কংক্রিটের অবৈধ স্থাপনার বেজ ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে রুহুল আমিন। সরকারি ছুটির দিনে রাতের আঁধারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে অভিযুক্ত রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় সবাইকে খুশি করেই আমি স্থাপনা নির্মাণের কাজটি করছি। আপনারা আমার ক্ষতি করবেন না। উল্লেখ্য, ইতোপুর্বে একই স্থানে অবৈধ স্থাপনা নির্মাণকালে তৎকালীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ অবৈধ নির্মান কাজ বন্ধসহ স্থাপনা উচ্ছেদ করেন। এদিকে চলমান অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সাথে কথা বললে তিনি বলেন, সরকারী সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com